ন্যাভিগেশন মেনু

১০ম পর্তুগিজ বর্ষসেরার পুরস্কার জিতলেন রোনালদো


পর্তুগালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি দশমবারের মতো হাতে তুলে নিলেন দেশটির অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো।

২০০৭ সাল থেকেই এই পুরস্কারে আধিপত্য ধরে রেখেছেন রোনালদো। মাঝে শুধু ২০১০ ও ২০১৪ সাল বাদ পড়েছিল। সেবার সিমাও ও পেপে যথাক্রমে জিতেন এ পুরস্কারটি।

গত মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে পাড়ি দেন রোনালদো। প্রথম মৌসুমেই তুরিনে বুড়িরা টানা অষ্টম সিরিআ শিরোপা জয় করে। এরফলে অ্যাতলেটিকো মাদ্রিদের তরুণ সেনসেশন জোয়াও ফেলিক্স ও ম্যানচেস্টার ইউনাইটেডের বানার্দো সিলভাকে সহজেই হারিয়ে পর্তুগিজ সেরা হন সিআর সেভেন।

এছাড়া ফিফা বর্ষসেরা পুরস্কার দ্য বেস্ট হাতে তুলতে পারেন রোনালদো। এর কারণ এই পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় মেসি ও ফন ডাইকের সঙ্গে তিনিও আছেন। আগামী ২৩ সেপ্টেম্বর মিলানে ঘোষণা করা হবে পুরস্কার প্রাপ্তির নাম।

এমআইআর / এসএস