ন্যাভিগেশন মেনু

১৪ জুন মাঠে নামছে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা


চলতি জুন মাসের ১১ তারিখ থেকে শুরু হবে লা লিগা। লিগে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মাঠে নামবে ১৪ জুন। করোনার প্রভাবে গত মার্চে স্থগিত হওয়ার আগে লিগে ২৭টি করে ম্যাচ শেষ হয়েছে প্রতিটি দলের। তাতে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ২ পয়েন্ট কম নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

লা লিগায় ১৪ জুন রিয়ালের প্রতিপক্ষ এইবার আর পরের ম্যাচে মাঠে নামবে ১৯ জুন ভ্যালেন্সিয়ার বিপক্ষে। বার্নাব্যুতেই এইবারের মুখোমুখি হবে লস ব্লাংকোসরা। অন্যদিকে বার্সাও মাঠে নামবে একই দিন মায়োসের বিপক্ষে, তবে প্রতিপক্ষের মাঠে। ১৭ তারিখে আবার লেগানসের বিপক্ষে ন্যু ক্যাম্পেই নামবেন মেসিরা।

লিগ শুরুর বিষয়ে বিভিন্ন ক্লাবের সমর্থক অ্যাসোসিয়েশনের সভাপতি হোসে ম্যানুয়েল মাতেও বলেছেন, ‘আমরা সবাই জানি যে সমর্থকবিহীন ফুটবল কারোরই কাম্য নয়। কিন্তু প্রতিকূল পরিস্থিতিতে আমাদের সামনে এর বিকল্প নেই। আমাদের এটা মেনে নিতেই হবে। আমার মনে হয় না আর অপেক্ষা করা ঠিক হবে। অনেক পরিবারই শুধু ফুটবলের ওপর নির্ভর করে বেঁচে আছে। সেটা শুধু খেলোয়াড় নয়।’

প্রসঙ্গত, এই মৌসুম বাতিল হলে লা লিগাকে ১ বিলিয়ন ইউরো ক্ষতি গুণতে হতো। তাই সবকিছু বিবেচনা করে লা লিগা সভাপতি জেভিয়ার তেবাসের কাছে এখন ক্লাবগুলোর আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহযোগিতা করাই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

এমআইআর/ এডিবি