ন্যাভিগেশন মেনু

৫ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে চালু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম।

বুধবার (৫ আগস্ট) হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব মল্লিক প্রতাপ বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে তিনি জানান, ‘পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টানা পাঁচদিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় বন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু হয়েছে। সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।‘

তিনি আরও জানান, ‘ভারতীয় মালবাহী ট্রাকগুলো বন্দরে প্রবেশ করছে এবং পণ্যগুলো আনলোড হয়ে দেশি ট্রাকগুলো লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যাওয়া শুরু করেছে।’

এমআইআর/এডিবি