ন্যাভিগেশন মেনু

ফাইজারের ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে কানাডা


যুক্তরাজ্য ও বাহরাইনের পর তৃতীয় দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেক উৎপাদিক করোনা ভ্যাকসিন প্রদানের অনুমতি দিয়েছে কানাডা।

বুধবার (৯ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগ এ কথা জানায়।

কানাডার স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য উপদেষ্টা সুপ্রিয়া শার্মা বলেন, 'ফাইজারের ভ্যাকসিন আমরা নিরাপদ মনে করছি বলেই অনুমোদন দিয়েছি। করোনা মোকাবেলায় যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তবুও আমাদের পর্যবেক্ষণ চলবে। আমরা ব্রিটেনের টিকা কর্মসূচির দিকেও নজর রাখছি। তথ্যও নিচ্ছি।'

কানাডার স্বাস্থ্য বিভাগ জানায়, কানাডায় ব্যবহারের জন্য নিরাপত্তা, কার্যকারিতা ও মানদণ্ড পূরণ করতে পেরেছে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন। আগামী সপ্তাহে কানাডায় ফাইজারের ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছাবে। আর ডিসেম্বরে ভ্যাকসিনটির ২ লাখ ৪৯ হাজার ডোজ পাবে কানাডা।

এদিকে মার্কিন শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসির আশাবাদ, ভ্যাকসিন প্রয়োগ শুরু হওয়ায়, ২০২১ সালের শেষ নাগাদ স্বাভাবিক হয়ে আসবে বিশ্ব পরিস্থিতি।

এস এ /এডিবি