ন্যাভিগেশন মেনু

অজিদের ১২৮ রানের টার্গেট দিলো বাংলাদেশ


৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। ব্যাটসম্যানদের যাওয়া আসার মাঝে একপাশ আগলে রেখে মাহমুদউল্লাহ দায়িত্বশীল ৫২ রানের সুবাদে এ পুঁজি পায় বাংলাদেশ।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগের দুই ম্যাচের মাত এ ম্যাচেও ব্যার্থ দুই ওপেনার মাত্র ১ রান করেই হ্যাজলউডের শিকার হন মোহাম্মদ নাইম। এরপরেই ২ রান করে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন আরেক ওপেনার সৌম্য সরকার।

অন্যদিকে, সাকিব আশা জাগিয়েও সাজঘরে ফেরায় বাকিরা আর দায়িত্বশীল ব্যাটিংয়ের পরিচয় দিতে পারেননি। ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এরপর ক্রিজে এসে আশা জাগিয়েছিলেন আফিফ। কিন্তু মিড-অফে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন বাঁহাতি ব্যাটসম্যান। ড্রাইভ দিয়ে ধরে ওঠার আগেই ছুঁড়ে মেরেছেন অ্যালেক্স ক্যারি, যে থ্রো-তে সরাসরি ভেঙেছে স্টাম্প। ১২তম ওভারের শেষ বলে ৪র্থ উইকেট হারায় বাংলাদেশ। ১৩ বলে ১৯ রান তুলেছেন আফিফ। 

প্রথম ম্যাচে দারণ খেলা শামীম হোসেন হ্যাজলউডের শর্ট বলে তুলে মারতে গিয়ে ৮ বলে ৩ রান করে আউট হয়েছেন। এরপর রানআউট হয়ে ফেরেন নুরুল হাসান সোহান। ৫ বলে ১১ রান করেন তিনি।

অভিষেক ম্যাচে ৩ উইকেট নিয়েছেন নাথান এলিস। তার শিকার হন- টাইগারদের অধিনায়ক মাহমুদউল্লাহ, মেহেদী এবং মোস্তাফিজ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়া দলের সংগ্রহ ৬ ওভার শেষে ২০ রান এক উইকেটের বিনিময়ে।

এমআইআর/ওআ