ন্যাভিগেশন মেনু

অনলাইনে জিআরপি মিটিং মডিউলের ট্রেনিং সম্পন্ন


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প এর আওতায় প্রস্তুতকৃত মিটিং মডিউলের উপর তিনদিন ব্যাপী অনলাইন প্রশিক্ষণ বুধবার (২০ মে, ২০২০) শেষ হয়েছে।

প্রকল্প পরিচালক ড. আশোক কুমার রায় পরিচালিত প্রশিক্ষণ কোর্সে প্রকল্পের ১০ টি স্টেকহোল্ডার থেকে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছিলেন। ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস এর ইমপ্লিমেন্টেশন সার্ভিস ম্যানেজার আসেফ আল রাজিব রানা এই ট্রেনিং প্রদান করেন।

গত ১৮ মে, ২০২০ সোমবার প্রশিক্ষণ উদ্বোধনকালে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ প্রশিক্ষণার্থীদের মডিউল সম্পর্কে আরও ভালোভাবে জানার এবং এর সদ্ব্যবহার করার আহ্বান জানান।

তিনি বলেন, ‘মিটিং মডিউল সহ জিআরপি এর সব মডিউলগুলি সরকারী কাজের সম্পূর্ণ অটোমেশন এবং স্বচ্ছতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব। তিনি মিটিং মডিউলের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।

বিশেষ অতিথি হিসেবে সমাপনী বক্তব্য প্রদান করেন আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ রাশেদুল ইসলাম ।

উক্ত অনলাইন প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিবগণ, ডেভেলপার প্রতিষ্ঠান কোক্রিয়েটস এর ইমপ্লিমেন্টেশন টিম ও পরিচালকবৃন্দ ।

বাংলাদেশ ই-গভর্নমেন্ট ইআরপি প্রকল্প এর পরামর্শকবৃন্দ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এর মনোনীত পরামর্শকবৃন্দ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) অধ্যাপক ড. মনিরুল ইসলাম, ড. সোহরাব হোসেন এবং ড. শামসুজ্জোহা বায়েজিদ প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রশিক্ষণের গুণগত মানের উপর সন্তুষ্টি প্রকাশ করেন।