ন্যাভিগেশন মেনু

অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ইংল্যান্ডের পেসার অলি রবিনসন


এবার টুইটারে বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। এছাড়া একই অভিযোগে আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত করছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। 

এছাড়াও শাস্তির মুখে পড়তে যাচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান ও কিউই কোচ ব্রেন্ডন ম্যাককালাম। আরেক ইংলিশ তারকা জস বাটলারের সঙ্গে মিলে ভারতীয় বাচনভঙ্গিকে ঠাট্টা-বিদ্রুপের অভিযোগ উঠেছে মরগ্যান-ম্যাককালামের বিরুদ্ধে।

২০১৮ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আলাপচারিতায় ‘স্যার’ শব্দটি ভারতীয় বাচনভঙ্গিতে ঠাট্টা-বিদ্রুপের অংশ হিসেবে ব্যবহার করেন মরগ্যান ও বাটলার। পরে তাদের এই আড্ডায় যোগ দেন ম্যাককালামও।

তিন বছর আগের সেসব পোস্ট এরই মধ্যে সরিয়ে নেয়া হয়েছে। তবে স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

মরগ্যান-ম্যাককালামদের এমন আচরণের মাঝে বৈষম্যমূলক কিছু পাওয়া গেলে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না- এমন আভাসই দিয়ে রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত জানানোর সময় আসেনি বলে মনে করছেন মাইশোর।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে মাইশোর বলেছেন, ‘আমরা এ বিষয়ে মন্তব্য করার মতো বিস্তারিত জানি না এখনও। তাই কোনো উপসংহারে পৌঁছানোর আগে প্রক্রিয়াটা শেষ করার অপেক্ষা করা যাক। তবে স্রেফ জানিয়ে রাখতে বলছি, নাইট রাইডার্স সংগঠন সবসময়ই যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’

সিবি/ওআ