ন্যাভিগেশন মেনু

পিজি হাসপাতালে ভর্তি হলেন করোনায় আক্রান্ত আতাউর রহমান


মঞ্চসারথী, নাট্যব্যক্তিত্ব  ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আতাউর রহমান করোনা আক্রান্ত হয়ে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি হয়েছেন খ্যাতিমান এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ বিষয়টি বাংলাদেশ পোস্টকে নিশ্চিত করেছেন আতাউর রহমান নিজেই।

এ সম্পর্কে তিনি বলেন, ‘করোনার উপসর্গ নিয়ে আজ মঙ্গলবার পিজিতে ভর্তি হয়েছি। এখন পর্যন্ত শারিরীক অবস্থা বেশ ভালোই আছে। সবাই আমার জন্য দোয়া করবেন। আশাকরি দ্রুত সুস্থ হয়ে সবার মাঝে ফিরে আসবো।’

৭৯ বছর বয়সী অভিনেতা আতাউর রহমান স্বাধীনতা পরবর্তীকালে বাংলাদেশের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। বিশেষ করে এদেশের মঞ্চ নাটকের বিকাশে তার অবদান অনস্বীকার্য। মঞ্চের জন্য তিনি লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, অভিনয়ও করেছেন।

আতাউর রহমান ১৯৪১ সালের ১৮ জুন তদানীন্তন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) নোয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে নোয়াখালী তার মামার বাড়ি। 

আতাউর রহমান চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক এবং চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। পরে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞান বিষয়ে এমএসসি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৮ সালে ফজলে লোহানীর বাড়িতে প্রতিষ্ঠিত হয় ‘নাগরিক নাট্য সম্প্রদায়’। তিনি ছিলেন এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সেই থেকে আজ অবধি নিজেকে জড়িয়ে রেখেছেন মঞ্চ-অভিনয়ে।

এমআইআর/এডিবি