ন্যাভিগেশন মেনু

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে


অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের করা  মামলায় পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পাবনা জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নিত্যানন্দ সরকার এ আদেশ দেন।

দুদক পাবনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আতিকুর রহমান জানান, নুরুল ইসলাম মোল্লা চেয়ারম্যান থাকাকালীন গত ২০১১ সালের ১৮ ডিসেম্বর প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইউনিয়ন পরিষদের রাজস্ব খাতের ১৮ লাখ ৫ হাজার টাকা মিথ্যা তথ্য দিয়ে আত্মসাৎ করেন। ইউনিয়ন পরিষদে এ অর্থ ব্যয়ে প্রকল্প বাস্তবায়নের কোনও আবেদন, প্রকল্প কমিটি, বিল ভাউচারসহ কোনও প্রকার রেকর্ড পাওয়া যায়নি। প্রকল্পটি বাস্তবায়নে দৃশ্যমান কোনও অবকাঠামোও অভিযুক্ত সাবেক এই চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা দেখাতে পারেন নাই।

তিনি আরও জানান, দুদকের তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় দণ্ডবিধির ৪২০/৪৭৭ (ক)/৪০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা দায়ের করা হয়। এই মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মোল্লা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 এন এস/  এস এ/ওআ