বুধবার (২৯ মার্চ) চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং হাইনান প্রদেশের বো আও-এ চীনে বো আও এশিয়া ফোরামের ২০২৩ বার্ষিক সম্মেলনে অংশ নেওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিভার সঙ্গে এক বৈঠক করেছেন।
লি ছিয়াং বলেন, চলতি বছর চীনের মহামারী প্রতিরোধের স্থিতিশীল পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থনীতি স্থিতিশীল হওয়ার ধারা দেখা যাচ্ছে, বাজারের অভিষ্ট লক্ষ্য দ্রুততার সঙ্গে ভাল হয়ে উঠছে। চীন স্থিতিশীলতা বজায় রেখে লক্ষ্যমাত্রা ঠিক করছে, বহুমুখী নিয়ন্ত্রণ জোরদার করছে, পণ্য ও বিনিয়োগের উন্মুক্তকরণ সম্প্রসারণে অবিচল রয়েছে, ব্যবসার পরিবেশ সুবিন্যস্ত করছে এবং নিরাপত্তা, ঝুঁকি প্রতিরোধ ও ঝুঁকি হ্রাস করবে।
তিনি বলেন, চলতি বছর বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি আশাব্যাঞ্জক নয়। জটিল ও কঠোর চ্যালেঞ্জের সামনে আন্তর্জাতিক সমাজকে যৌথভাবে তা মোকাবিলা করতে হবে। চীন সবসময় যথাসাধ্য বিভিন্ন উন্নয়নশীল দেশের অর্থনীতি উন্নয়ন ও জীবিকা উন্নয়নে সমর্থন দেয়।
লি ছিয়াং বলেন, চীন আইএমএফের সঙ্গে সম্পর্ককে অনেক গুরুত্ব দেয়। সংস্থাটি বিশ্ব প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চীন অব্যাহতভাবে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীরতর করা, বিশ্ব প্রশাসনের আরো ন্যায়সঙ্গত ও যৌক্তিক উন্নয়ন জোরদার করা, আন্তর্জাতিক বিষয়ে নবোদিত বাজার দেশ ও উন্নয়নশীল দেশের মত প্রকাশের অধিকার ও প্রভাব উন্নত করতে চায়।
জর্জিভা বলেন, চীন আইএমএফের গুরুত্বপূর্ণ সহযোগী অংশীদার। চলতি বছর বিশ্ব অর্থনীতির বৃদ্ধিতে চীনের অবদান এক তৃতীয়াংশের বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। যা অন্যান্য দেশকে গুরুত্বপূর্ণ সুযোগ দেবে। আইএমএফ চীনের সঙ্গে উন্নয়নশীল দেশগুলোকে আরো ভালোভাবে ঋণ সংকট মোকাবিলায় সহায়তা দেবে। যাতে বিশ্ব আরো স্থিতিশীল ও নিরাপদ হবে। - সূত্র: সিএমজি