ন্যাভিগেশন মেনু

আইপিএলের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে উঠে এলো কলকাতা


কলকাতা নাইট রাইডার্সের কাছে ৬০ রানে হেরে এবারের ইন্ডিয়ান প্রিমিয়াম লীগ (আইপিএল) থেকে বিদায় নিয়েছে রাজস্থান রয়্যালস।

রবিবার (২ নভেম্বর) দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কেকেআরকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় রাজস্থান।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানেই ড্রেসিং রুমে ফেরেন ওপেনার নিতিশ রানা। এরপর ২৬ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় কেকেআর। শুভমান গিল ও রাহুল ত্রিপতি ৩৬ ও ৩৯ রান করলেও শূন্য রানে ফেরেন সুনীল নারিন ও দীনেশ কার্তিক।

তবে শেষদিকে অধিনায়ক মরগানের ব্যাটিং তাণ্ডবে ১৯১ রানের পাহাড় গড়ে কেকেআর। দলের হয়ে ৩৫ বলে পাঁচটি চার ও ৬টি ছক্কায় ভর করে অপরাজিত ৬৮ রান করেন মরগান।

১৯২ রানের টার্গেটে জয়ের জন্য ব্যাটিংয়ে নামলে প্যাট কামিনস ৬ রানে রবিন উথাপ্পাকে আউট করেন। এরপর কামিনসের শিকার হয় দলের সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান বেন স্টোকস, অধিনায়ক স্টিভেন স্মিথও। কামিনসের তোপে লণ্ডভণ্ড হয়ে ৩২ রানে ৩ উইকেট হারায় রাজস্থান। এরপর ৩৭ রানের মাথায় ৫ম উইকেট হারায় রাজস্থান।

কলকাতার বোলিং তোপে রাজস্থান শিবিরে একের পর এক ধাক্কা খেয়ে শেষ পর্যন্ত আর লক্ষ্যে পৌছাতে পারেনি রাজস্থান।

এমআইআর/ওআ