ন্যাভিগেশন মেনু

আইপিএল খেলতে দুবাই গেলেন মুস্তাফিজ


ভিসা জটিলতা কাটিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ ছেড়েছেন কাটার মাস্টার মোস্তাফিজ রহমান।

সোমবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে স্ত্রীকে সঙ্গে নিয়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মুস্তাফিজুর।

এরআগে সাকিবের সঙ্গেই রবিবার উড়াল দেওয়ার কথা ছিল মুস্তাফিজের। কিন্তু ভিসা জটিলতার কারণে এদিন যেতে পারেননি এই কাটার মাস্টার।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের বাকি অংশের খেলা। প্রথম দিন লড়বে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ানস।

কলকাতার হয়ে এখনো উল্লেখযোগ্য পারফর্ম করতে না পারলেও রাজস্থান রয়্যালসের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন মুস্তাফিজ। দলের হয়ে সাত ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৮টি উইকেট নিয়েছেন মুস্তাফিজ। এখন পর্যন্ত রাজস্থান রয়্যালসের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস।

তবে ব্যক্তিগত কারণে আইপিএলের দ্বিতীয়ভাগে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও উইকেটকিপার জস বাটলারকে পাবে না মুস্তাফিজরা। আইপিএল পর্ব শেষ করেই দেশ ফিরবেন না সাকিব ও মুস্তাফিজ। সেখান থেকেই বিশ্বকাপের জন্য দলের সঙ্গে যোগ দিবেন এই দুই তারকা।

ওআ/