ন্যাভিগেশন মেনু

আজারবাইজানের হামলায় নিহত ১৭ আর্মেনিয়ান সেনা


আর্মেনিয়া ও আজারবাইজান বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে সংঘর্ষে আর্মেনিয়ার আরও ১৭ সৈন্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উভয়পক্ষের সামরিক বাহিনীর বেশ কিছু সদস্য হতাহত হয়েছেন বলে খবর দিয়েছে রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স।

নাগোরনো-কারাবাখের জাতিগত আর্মেনিয় কর্মকর্তারা বলেছেন, গত ২৭ সেপ্টেম্বর নাগোরনো-কারাবাখে দুই প্রতিবেশির সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর্মেনিয়ার ৫৪২ সৈন্য প্রাণ হারালেন। এছাড়া গৃহহারা হয়েছেন কয়েক হাজার মানুষ।

১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত এই নাগোর্নো-কারাবাখ অঞ্চলের দখলকে কেন্দ্র করে যুদ্ধে জড়িয়েছিল আজারবাইজান ও আর্মেনিয়া। তবে শেষপর্যন্ত যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হলেও ফের সংঘর্ষে জড়িয়েছে এই দুটি দেশ। তবে যুদ্ধবিরতি চুক্তির প্রতি শ্রদ্ধা জানাতে উভয় দেশের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া।

ওয়াই এ/এডিবি