NAVIGATION MENU

আন্তর্জাতিকভাবে পোশাক খাত ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে: বাণিজ্যমন্ত্রী


আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পোশাক খাত ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সেজন্য সংশ্লিষ্ট সবাইকে এ বিষয়ে আরো বেশি নজর দেয়ার আহ্বান জানান তিনি।

শনিবার ‘করোনায় গার্মেন্টস খাতের কর্পোরেট জবাবদিহিতা ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিতকরণ’ শীর্ষক ভার্চুয়াল সংলাপে তিনি এসব কথা বলেন। 

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। করোনা মহামারির পর থেকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের পোশাক খাতকে প্রাপ্যমূল্য থেকে বঞ্চিত করা হচ্ছে। সে জায়গাটা আরো ফোকাস হওয়া দরকার। আমাদের আরো বেশি আলোচনা করা দরকার।

তিনি বলেন, গত বছর পোশাক শিল্পের যে পণ্য ১৫ ডলারে পাওয়া যেত। বর্তমানে ১২ ডলারে পাওয়া যাচ্ছে। এ অবস্থায় টিকে থাকা কষ্টকর হয়ে যাচ্ছে। পোশাক শিল্পের স্বার্থে আমাদের এ বিষয়টি সামনে আনা উচিত।

ওআ/