ন্যাভিগেশন মেনু

আমিই কিন্তু টলিউডের কনিষ্ঠতম প্রযোজক: ঋতাভরী


প্রযোজক হিসেবে একটি মিউজিক ভিডিও ও একটি ওয়েব ফিল্ম উপহার দিয়েছিলেন টলিউডের লাস্যময়ী  অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। এবার সিনেমা প্রযোজনা শুরু করতে চলেছেন এই অভিনেত্রী।

এই বিষয়ে ভারতীয় গণমাধ্যমকে অভিনেত্রী বলেন, ‘ইচ্ছেটাকে পূররণা দিতেই সিনেমা প্রযোজনা করতে যাচ্ছি। নায়িকাপ্রধান ছবি করার ইচ্ছে নিয়েই বাংলা ছবি প্রযোজনায় আসছি। টলিউডে অভিনেত্রীরা অনেক ইনসিকিওরড। আমার প্রযোজিত সব ছবিতেই নায়িকা চরিত্র গুরুত্ব পাবে। শর্ট ফিল্ম, ওয়েব ফিল্ম, মিউজ়িক ভিডিও প্রযোজনা করে বাণিজ্যিক ভাবে সফল হওয়ায় আমারও সাহস বেড়েছে। এখন শুরু করলে ৪০ বছরে পৌঁছে ইন্ডাস্ট্রির ছাতা হতে পারব।’

দু’টি নারীকেন্দ্রিক গল্প নিয়ে তিনি প্রযোজনার কাজ শুরু করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্রে রেখে হাসির মোড়কে তৈরি একটি ছবির চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। কলকাতা, আর বাঙালিদের নিয়েই এই ছবির গল্প। তবে কে চিত্রনাট্য লিখছেন, তা এখনই ভাঙতে নারাজ নায়িকা। ছবিতে ২২-২৪টি রবীন্দ্রসঙ্গীত ব্যবহার করা হবে। দুই নায়িকা থাকার কথা, একটি চরিত্র ঋতাভরী নিজেই করছেন। নায়কের ভূমিকায় পরমব্রত চট্টোপাধ্যায়ের থাকার কথা। এক-দু’মাসের মধ্যেই ছবির কাজ শুরু হয়ে যাবে।

ঋতাভরীর কথায়, ‘অভিনয়, প্রযোজনা একসঙ্গে সামলাতে প্রথম দিকে অসুবিধে হলেও, আমিই কিন্তু টলিউডের কনিষ্ঠতম প্রযোজক।’’

ঋতাভরীর প্রথম প্রযোজিত মিউজ়িক ভিডিও আয়ুষ্মান খুরানার ‘ওরে মন’ সকলের নজর কেড়েছিল। এই বছরেই রজত কাপুর অভিনীত ‘হাউ অ্যাবাউট আ কিস’ ওয়েব ফিল্ম হিসেবেও সফল। এ বার ঋতাভরী বাংলা ছবির প্রযোজক হিসেবে কতটা সফল হন, সকলের নজর সে দিকেই!

ওআ/