ন্যাভিগেশন মেনু

ইউরাে কাপ: জার্মানিকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড


ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ওয়েম্বলিতে জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। এই প্রথমবার কোনও বড় টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হলো জার্মানিকে।

ম্যাচের শুরুতেই কর্নার পায় জার্মানি। টনি ক্রুস কর্নার কিক নেন। গোল হয়নি। ম্যাচের ৮ম মিনিটে গোরেত্জকাকে ফাউল করে হলুদ কার্জ দেখেন ইংল্যান্ডের মিডফিল্ডার রাইস। ১৩তম মিনিটে সাকাকে ফাউল করেন রুডিগার। ম্যাচের ১৪তম মিনিটে হ্যারি মাগুইরের শট লক্ষ্যভ্রষ্ট হয়।

২৫তম মিনিটে লিউক শ’কে ফাউল করে হলুদ কার্ড দেখেন জিন্টার। ২৭তম মিনিটে ইংল্যান্ডের আক্রমণ ব্যর্থ হয়।  ম্যাচের ৩২তম মিনিটে ওয়ার্নারের শট প্রতিহত করেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড। ৩৯তম মিনিটে অফসাইডের আওতায় পড়েন ওয়ার্নার। ভেস্তে যায় জার্মানির আক্রমণ।

এরপর ৪৫তম মিনিটে টনি ক্রুসকে ফাউল করার জন্য হলুদ কার্ড দেখেন ফিলিপস। আক্রমণ পাল্টা আক্রমণে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণে ওঠে জার্মানি। ৪৮ মিনিটের মাথায় হাভার্টজের শট প্রতিহত করেন ইংল্যান্ড গোলকিপার পিকফোর্ড।

ম্যাচের ৬০ মিনিটের খেলা অতিক্রান্ত। এখনও প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কোনও দল।

৭৫ মিনিটে শ'য়ের পাস থেকে গোল করেন স্টার্লিং। ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের জার্সিতে নিজের শেষ ২০ ম্যাচে এ নিয়ে ১৫ গোল করলেন স্টার্লিং।

৮৬ মিনিটে গ্রেলিশের পাস থেকে গোল করেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ২-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড।

ম্যাচ শেষ। ওয়েম্বলিতে বিজয়রথ এগিয়ে চললো ইংল্যান্ডের। জার্মানিকে ২-০ গোলে পরাজিত করে ইংল্যান্ড।

এডিবি/