ন্যাভিগেশন মেনু

ইউরাে কাপ: সুইসদের কাছে হেরে বিদায় ফরাসিদের


ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের প্রি-কোয়ার্টারে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ফ্রান্স। 

খেলার নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র থাকায় পাওয়ায় শুট-আউটে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ইউরো ২০২০-এর কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলো সুইজারল্যান্ড।

খেলার শুরু থেকেই আক্রমণ আর পাল্টা আক্রমণ চলতে থাকে দুই দলের। খেলার ১৫ মিনিটের মাথায় হ্যারিস সেফেরোভিচের গোলে ১-০ এগিয়ে যায় সুইজারল্যান্ড। জুবেরের পাস থেকে গোল করেন তিনি। তারপর লক্ষ্যভ্রষ্ট শটে দু'দলই গোল মিস করে। ফলে প্রথমার্ধের খেলা শেষে সুইজারল্যান্ড ১-০ গোলে এগিয়ে থাকে।

দ্বিতীয়ার্ধে খেলার ৫৩ মিনিটে জুবেরকে নিজেদের বক্সে ফাউল করেন ফ্রান্সের পাভার্ড। রেফারি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন সুইজারল্যান্ডকে। কিন্তু ৫৫ মিনিটে পেনাল্টি থেকে নেওয়া রিকার্ডো রডরিগেজের শট বাঁচিয়ে দেন লরিস। গোলের সুযোগ হাতছাড়া সুইজারল্যান্ডের।

৫৭ মিনিটে এমবাপের পাস থেকে গোল করেন করিম বেঞ্জেমা। ১-১ সমতা ফেরে ফ্রান্স। ৫৯ মিনিটে গ্রিজমানের পাস থেকে গোল করেন বেঞ্জেমা। ২-১ গোলে এগিয়ে যায় ফ্রান্স। তারপর খেলায় আধিপত্য নিয়ে ৭৫ মিনিটে গোল করেন পগবা। ফলে ফ্রান্স ৩-১ গোলে এগিয়ে যায়।

তারপর ৮১ মিনিটে এমবাবুর পাস থেকে ম্যাচে নিজের তথা দলের দ্বিতীয় গোল করেন সেফেরোভিচ। ব্যবধান কমিয়ে ২-৩ করে সুইজারল্যান্ড। খেলার ৯০ মিনিটে ঝাকার পাস থেকে গোল করেন মারিও গাভরানোভিচ। ম্যাচে ৩-৩ গোলে সমতায় আসে সুইজারল্যান্ড।

দ্বিতীয়ার্ধের সংযোজিত ৪ মিনিটে আর কোনো গোল হয়নি। ফলে অতিরিক্ত সময়ে গড়ালো ম্যাচ। কোনো গোল হয়নি ফলে, শুট আউটের সিদ্ধান্ত।

তারপর গোল করতে ব্যর্থ হয় এমবাপে। তার স্পট কিক বাঁচিয়ে দেন সুইস গোলরক্ষক। ফলে ৪-৫ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

এডিবি/