ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: ইউক্রেনকে বিধ্বস্ত করে সেমিতে ইংল্যান্ড


ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ৪-০ গোলে ইউক্রেনকে বিধ্বস্ত করে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নেয় ইংল্যান্ড। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (৩ জুলাই) রাতে মুখোমুখি লড়াইয়ে নামে ইউক্রেন ও ইংল্যান্ড।

বড় কোনও টুর্নামেন্টের নকআউট পর্বে এ নিয়ে দ্বিতীয়বার ৪ গোল করলো ইংল্যান্ড। এর আগে ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালে তারা ৪-২ গোলে হারিয়েছিল জার্মানিকে।

শুরুতেই হ্যারি কেনের গোলে ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। খেলার ৪ মিনিটের মাথায় স্টার্লিংয়ের পাস থেকে ইউক্রেনের জালে বল জড়িয়ে দেন ইংল্যান্ডের ক্যাপ্টেন।

খেলার ১৭ মিনিটের মাথায় আক্রমণে যায় ইউক্রেন। ইয়ারেমচুকের শট প্রতিহত করেন ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ড।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করলেন হ্যারি মাগুইর। ৪৬ মিনিটে শ-এর ক্রস থেক হেডে গোল করেন হ্যারি। ইংল্যান্ড ২-০ গোলে এগিয়ে যায়।

৫০ মিনিটে হ্যারি কেন ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন। ইংল্যান্ড ৩-০ গোলে লিড নেয়। এক্ষেত্রেও গোলের পাস বাড়িয়ে দেন শ।

খেলার ৬৩ মিনিটের মাথায় মাউন্টের পাস থেকে গোল করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা হেনডারসন। ইংল্যান্ড ৪-০ গোলে এগিয়ে যায়। ৬২তম ম্যাচে ইংল্যান্ডের হয়ে নিজের প্রথম গোল করেন হেনডারসন। ইংল্যান্ডের জার্সিতে আন্তর্জাতিক গোলের জন্য কোনও ফুটবলারের এটাই দীর্ঘতম অপেক্ষা।

এই প্রথম ইউরো কাপের কোনও নকআউট ম্যাচে ৪টি গোল করে ইংল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিটেই খেলা শেষ হয়। কোনও বাড়তি সময় যোগ হয়নি। ইংল্যন্ড ৪-০ গোলের দাপুটে জয় তুলে নেয় ইউক্রেনের বিরুদ্ধে সেই সঙ্গে ইউরো ২০২০-র সেমিফাইনালে জায়গা করে নেন হ্যারি কেনরা।

এডিবি/