ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: ওয়েলসকে হারিয়ে টানা তৃতীয় জয় পেলো ইতালি


ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপের মূল পর্বে টানা তৃতীয় জয় পেয়েছে ইতালি। গ্রুপ শ্রেষ্ঠত্ব নির্ধারণের ম্যাচে ওয়েলশকে হারিয়েছে ১-০ গোলে।

প্রথম দুই ম্যাচে তুরস্ক আর সুইজারল্যান্ডকে হারিয়ে আগেই নক আউটে পৌঁছে গেছে ইতালি। তাই ওয়েলসের বিরুদ্ধে ঝুঁকি নেওয়ার কোনও প্রশ্নই ছিল না। প্রত্যাশামতোই ঝুঁকি নেননি ইতালির কোচ রবার্তো মানচিনি।

নক আউটের কথা ভেবে প্রথম একাদশের ৮ জন ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন। পরের রাউন্ডে পৌঁছে গেলেও ইতালির ফুটবলাররা ওয়েলসের বিরুদ্ধে ম্যাচ মোটেই হালকাভাবে নেননি। মানচিনিকে হতাশ করেননি রিজার্ভ বেঞ্চের ফুটবলারা। 

ইতালি ১–০ ব্যবধানে জিতলেও নক আউটের টিকিট পেয়েছে ওয়েলসও।

শুরুটা হয়েছিল প্রথম বাঁশির পর থেকেই। ১২ মিনিটে গোল করার সুযোগ পেয়েছিলেন আন্দ্রেয়া বেলাত্তি। কিন্তু ব্যর্থ হন। মিনিট দুয়েক পরই এমার্সনের শট ঝাঁপিয়ে বাঁচান ওয়েলসের গোলকিপার ড্যানি ওয়ার্ড। ২৭ মিনিটে ওয়েলসকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন র‌্যামসে। ৩৯ মিনিটে এগিয়ে যায় ইতালি। ডানদিক থেকে মার্কো ভেরাত্তির নেওয়া ফ্রিকিক ফ্লিক করে জালে পাঠান মাত্তেও পেসিনা।

এগিয়ে থেকে বিরতিতে যাওয়া ইতালি বিরতির পরেও আক্রমণের পণ থেকে পিছু হটেনি। তবে গোলের দেখা অবশ্য পায়নি।

এডিবি/