ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: পর্তুগালকে হারিয়ে শেষ আটে বেলজিয়াম


ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে শেষ ষোলোয় গ্রুপ-বি'র এক নম্বর দল বেলজিয়াম গ্রুপ-এফ'এর তিন নম্বর দল পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইউরো ২০২০-র শেষ আটে জায়গা করে নেয়। ফলে ইউরো কাপ থেকে ছিটকে গেলাে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।

পূর্ণ শক্তির প্রথম একাদশেই পর্তুগালের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের লড়াইয়ে নামছে বেলজিয়াম। অন্যদিকে ফ্রান্সের সঙ্গে ম্যাচের প্রথম একাদশে দুটি রদবদল করে বেলজিয়ামের মুখোমুখি হয় পর্তুগাল।

খেলার ৬ মিনিটের মাথায় দিয়গো জটা বেলজিয়ামের পোস্ট লক্ষ্য করে শট নেন। কিন্তু তার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ১০ মিনিটের মাথায় পর্তুগালের পোস্ট লক্ষ্য করে শট নেন ইডেন হ্যাজার্ড। এই শট টার্গেটে ছিল না।

এরপর থেকে আক্রমণ আর পাল্টা আক্রমণ করতে থাকে দুই দল। খেলার ৪২ মিনিটে মিউনিয়েরের পাস থেকে গোল করে বেলজিয়ামকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন থরগান হ্যাজার্ড।

৪৫ মিনিটে হলুদ কার্ড দেখেন পর্তুগালের পালহিনহা। 

দ্বিতিয়ার্ধে খেলার ৫১ মিনিটে হলুদ কার্ড দেখেন পর্তুগালের দিয়গো দালট। এরপর থেকে মাঠে চলতে থাকে খেলোয়ার বদলের পালা। কিন্তু কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে ১-০ তে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।

এডিবি/