ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে জয় তুলে নিলো জার্মানি


চলতি ইউরো কাপে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে হারিয়ে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছে জার্মানি। নিজেদের ইউরোর ইতিহাসে এই প্রথমবার চার গোল খেয়ে ৪-২ ব্যবধানে হেরেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল।

এ জয়ে পর্তুগালের বিপক্ষে ২১ বছর ধরে অপরাজিত থাকলো জার্মানি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে পর্তুগাল সবশেষ জয় পেয়েছিল ২০০০ সালে।

খেলার প্রথমার্ধে হওয়া তিন গোলের তিনটিই ছিল তিন পর্তুগিজ খেলোয়াড়ের। কিন্তু এর মধ্যে দুইটিই ছিল আত্মঘাতী। ফলে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয়েছে ইউরোর বর্তমান চ্যাম্পিয়নদের।

পরে দ্বিতীয়ার্ধেও হয়েছে তিন গোল। যেখানে দুই গোল করে ম্যাচ নিজেদের পক্ষে নিয়েছে জার্মানি। ম্যাচে পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো এক গোল করে ও এক গোল করিয়ে ৪-২ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে।

সবমিলিয়ে ম্যাচে গোল হয়েছে ছয়টি। এরমধ্যে চারটিই ছিল পর্তুগালের খেলোয়াড়দের। সেই চার গোলের দুইটি আবার নিজেদের জালেই ঢুকিয়েছেন রুবেন ডিয়াজ ও রাফায়েল গুইরেইরো। যে কারণে দ্বিতীয়ার্ধে জার্মানি দুই গোল করেও, তারা ম্যাচটি জিতেছে ৪-২ গোলের ব্যবধানে। জার্মানির পক্ষে গোল দুইটি করেছেন কাই হাভার্জ ও রবিন গোসেনস।

এডিবি/