ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: সুইসদের হারিয়ে সেমিতে স্পেন


ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে হট ফেভারিট সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শুটআউটে তিনবারের চ্যাম্পিয়নদের কাছে হেরে ইউরাে কাপ থেকে বিদায় নিয়েছে সুইসরা। 

শুক্রবার রাতে রাশিয়ার সেন্ট পিটারবার্গে নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত ৩০ মিনিটেও গোল না হওয়ায় পেনাল্টি শুট আউটে ভাগ্য নির্ধারণ হয়।

ম্যাচের একেবারেই শুরুতেই ফেরান তোরেসের আক্রমণ থেকে কর্ণার পেয়ে যায় স্পেন। আলাবার কিকে সুইজারল্যান্ডের জাকারিয়ার পায়ে বল লেগে ঢুকে যায় নিজেদের জালে।

খেলার ৬৮ মিনিটে চমক দেখায় সুইজারল্যান্ড। জাদরান শাকিরির গোলে ম্যাচে সমতায় আসে তারা। ৭৭ মিনিটে বড় ধাক্কা খায় সুইসরা। জেরার্ড মোরেনোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফ্রিউলার। এর পরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তখনও গোল পায়নি কেউ।

তারপর টাইব্রেকের সিদ্ধান্ত। স্পেনের রদ্রি আর ক্যাপ্টেন বুস্কেট শট মিস করে। অন্যদিকে স্পেনের উনাই সিমন্সও ঠেকিয়ে দেয় সুইজারল্যান্ডের দুই শট। অন্যদিকে ভার্গাসের শট গোল পোস্টের ওপর দিয়ে চলে যায়। বাকি এক বলে গোল হলেই সেমিতে স্পেন। মিকায়েল ওরিয়াবালের শটে গোল পায় স্পেন। ফলাফল ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

এডিবি/