ন্যাভিগেশন মেনু

ইউরো কাপ: স্পেন-পোল্যান্ড ম্যচ ড্র


ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পোল্যান্ড ও স্পেনের ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শনিবার (২০ জুন) রাতে সেভিয়ার লা কোর্তুয়ায় ম্যাচের শুরু থেকেই বল নিয়ন্ত্রণে রেখে খেলছিল স্পেন। আক্রমণও চালাতে থাকে। পোল্যান্ডও প্রতি আক্রমণ করার চেষ্টা করেছে। ম্যাচের ২৫ মিনিটে জেরার্ড মোরেনো ডান দিকে বক্সের বাইরে থেকে হঠাৎ ঢুকেই চোখের পলকে পাস দিয়ে দেন আলভারো মোরাতাকে। মোরাতা ডান পায়ের শটে বল জড়িয়ে দেন জালে। গোলের পর আক্রমণের ধার বাড়ায় পোল্যান্ড। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ১-০ তে শেষ হয় খেলার প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের সেই ধারা ধরে রাখে পোল্যান্ড। খেলার ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। জজওয়াকের উঁচু ক্রস থেকে বল পেয়ে শূন্যে লাফিয়ে উঠে জোড়ালো এক হেডে পোস্টের বাঁ দিকের কর্নার ঘেঁষে গোল করেন পোলিশ স্ট্রাইকার।

এর দুই মিনিট পর পেনাল্টি পেয়েছিল স্পেন। কিন্তু জেরার্ড মরেনো মিস করে বসেন পেনাল্টি।

এরপরও মোরাতা-তরেসরা আক্রমণ সাজিয়ে গোলের দেখা পাননি। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

এডিবি/