ন্যাভিগেশন মেনু

ঈশ্বরদীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বীজ বিতরণ


পাবনার ঈশ্বরদী উপজেলায় ২০২০-২১ অর্থবছরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পৌরসভা ও সাত ইউনিয়নের ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যান নার্সারির হলরুমে এই বীজ বিতরণ করেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস।

এতে সভাপতিত্ব করেন ঈশ্বরদীর ইউএনও পিএম ইমরুল কায়েস। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ।

আলোচনাসভায় উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, মাহমুদুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ আজকের বাংলাদেশ পোস্টকে জানান, ২০২০-২১ অর্থবছরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল উৎপাদনে কৃষকদের সহযোগিতায় বর্তমান কৃষিবান্ধব সরকারের পক্ষ থেকে উপজেলার পৌরসভা ও সাত ইউনিয়নের ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে মুগ ডালের বীজ ও সার বিতরণ করা হয়। অন্যান্য ফসল উৎপাদনেও সার-বীজ বিতরণ অব্যাহত থাকবে বলে তিনি জানান।

প্রধান অতিথি নুরুজ্জামান বিশ্বাস বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষি ও কৃষকদের উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ নজর রেখেছেন। কৃষকদের কাজ সহজ করার জন্য কৃষিতে আধুনিক যন্ত্র ব্যবহারে বর্তমান সরকারের যে ভূমিকা তা উদাহরণ হয়ে থাকবে। শুধু তাই নয়, বিনামূল্যে সার-বীজ নির্দিষ্ট সময়ের আগেই কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে চলেছে সরকার। এজন্য কৃষি কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের প্রশংসা করেন এমপি।

তিনি এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে প্রধানমন্ত্রীর এ কথাও সকলকে স্মরণ করিয়ে দেন।

জে এইচ/এস এ/এডিবি