ন্যাভিগেশন মেনু

উইকেটশূন্য দিন পার বাংলাদেশের


ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কা অধিনায়ক দিমুথ করুণারত্নের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশের করা পাহাড়সম রানের ভালোই জবাব দিচ্ছে শ্রীলঙ্কা। চতুর্থ দিনে তাদের আটকে রাখার লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দিনশেষে উইকেটশূন্য থাকতে হল টাইগার বোলারদের।

চতুর্থদিন সকালেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার পেয়েছেন করুণারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। ৪১৯ বল মোকাবেলায় ২৫ বাউন্ডারিতে ২৩৪ রানে অপরাজিত আছেন করুণারত্নে। অপরদিকে  ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত ১৫৪ আছেন রানে।

চতুর্থ দিনের শুরুতে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে খেলা শুরু করা শ্রীলঙ্কা আলোক স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে চতুর্থ দিনে করেছে ৩ উইকেটে ৫১২ রান। লঙ্কানরা এখনও পিছিয়ে আছে ২৯ রানে। বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৪১ রানে।

এমআইআর/এডিবি