ন্যাভিগেশন মেনু

উইন্ডিজকে ৩৯৫ রানের টার্গেট দিলো বাংলাদেশ


চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৩৯৫ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মুমিনুল হকের সেঞ্চুরিতে ৮ উইকেটে ২২৩ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪র্থ দিনের শুরুতে মুশফিকুর রহিম সাজঘরে ফিরলেও সে ধাক্কা সামলে দলকে এগিয়ে নিয়ে যান মুমিনুল হক ও লিটন দাস। দলীয় সংগ্রহে মাত্র ২৬ রান যোগ করতেই কর্নওয়ালের এলবিডাব্লিয়ের শিকার হন মুশফিকুর রহিম। এরপর লিটন দাসকে নিয়েই দলের হাল ধরেন মুমিনুল।

১৮২ বলে ১০ বাউন্ডারিতে ১১৫ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়েছেন মুমিনুল। তার আগে ১১২ বলে ৫ চারে ৬৯ রান করে জোমেল ওয়ারিকেনের বলে আউট হন লিটন দাস। এ ম্যাচে তামিম ইকবালকে ছাড়িয়ে দেশের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক বনে গেলেন টাইগারদের টেস্ট দলপতি মুমিনুল ইসলাম। তার টেস্ট সেঞ্চুরি এখন ১০টি।

এরপর ইনিংসের ৬৮তম ওভারে তাইজুল ইসলাম (৩) আর মেহেদি মিরাজকে (৭) ক্যারিবীয় এই স্পিনার চার বলের ব্যবধানে ফিরিয়ে দিলে আর দেরি না করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আগের দিনের শেষ সেশনে ৩ উইকেটে ৪৭ রান করেছিল বাংলাদেশ।

এমআইআর/এডিবি