ন্যাভিগেশন মেনু

বিয়ে করলেন আদিত্য নারায়ণ


উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী উদিত নারায়ণের জন্মদিনেই বিয়ে করলেন তার ছেলে আদিত্য নারায়ণ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) একেবারেই স্বল্প অনুষ্ঠানের মাধ্যমে মুম্বাইয়ের ইসকন মন্দিরে দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আদিত্য।  

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের ছবি ও ভিডিও। বিভিন্ন ফ্যানক্লাবের তরফে শেয়ার হওয়ার বিয়ের ভিডিওতে উদিত ও দীপাকে ছেলের পাশে নাচ করতে দেখা গিয়েছে।

অন্যদিকে, কনে শ্বেতা আগরওয়ালেরও ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তিনিও পরেছিলেন আইভরি সাদা লেহেঙ্গা। সঙ্গে ছিল গোলাপি ওড়না। করোনার কালবেলায় নিয়ম মেনেই বিয়ের অনুষ্ঠান করছে নারায়ণ ও আগওয়াল পরিবার। একেবারেই ছিমছাম ছোট করে বিয়ের অনুষ্ঠান করছেন তাঁরা। ৫০ জনেরও কম অতিথি রয়েছে এই অনুষ্ঠানে। 

বলিউড সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথি তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, শত্রুঘ্ন সিনহা, ধর্মেন্দ্র, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, মাধুরী দীক্ষিত। তবে করোনার নিয়ম মেনে কতজন আসেন এখন সেটাই দেখার।

গত ৩ নভেম্বর আদিত্য নারায়ণ ঘোষণা করেছিলেন যে, প্রায় ১১ বছর একসঙ্গে প্রেমের সম্পর্কে থাকার পর শেষ পর্যন্ত বিয়ে করতে চলেছেন তারা। ২০১০ সালে শাপিত ছবির সেটে তাঁদের প্রথম দেখা হয়েছিল। 

এক সাক্ষাৎকারে আদিত্য জানিয়েছেন, ‘এক দশক আগে শ্বেতার সঙ্গে আলাপের পর ক্রমে বুঝতে পারি, ওর প্রেমে পড়েছি। কিন্তু ও তখন শুধু বন্ধুত্বের সম্পর্ক রাখতে চাইত। আমাদের বয়সও কম ছিল। কেরিয়ারের কথাই আমরা ভাবতাম বেশি করে। তার পর আস্তে আস্তে সম্পর্কটা প্রেমের হয়ে গেল।’ আদিত্যর কথায়, তাঁর বাবা-মা'ও শ্বেতাকে খুবই পছন্দ করেন।

এর আগে রিয়ালিটি শো ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে বলিউড গায়িকা নেহা কক্করকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন আদিত্য নারায়ণ। শোয়ের সঞ্চালক ছিলেন তিনি। আর নেহা ছিলেন বিচারক। পরে জানা যায়, পুরো ঘটনাই শোয়ের প্রচারের জন্য করা হয়েছিল। নেহার বিয়ের ঘোষণার পরই আদিত্যর বিয়ের খবর প্রকাশ্যে আসে।  

ওআ/