ন্যাভিগেশন মেনু

উরুগুয়ের বিপক্ষে জয়ে দুর্দান্ত জয়ে শীর্ষে ব্রাজিল


বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে লাতিন অঞ্চলের শীর্ষস্থান ধরে রাখালো ব্রাজিল। এই ম্যাচের জয় নিয়ে টানা ১২ ম্যাচ উরুগুয়ের বিপক্ষে না হারার রেকর্ড গড়লো ব্রাজিল।

ম্যাচ শুরুর ৫ মিনিটেই দুই দলের এমন আক্রমণ উত্তেজনার আভাস দিচ্ছিলো। তবে উরুগুয়ের ঘরের মাঠে স্বাগতিকদের এক কথায় পাত্তাই দেয়নি ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করেন আর্থুর মেলো ও রিচার্লিসন। জবাবে দুইবার ক্রসবারে লাগানো ছাড়া পুরো ম্যাচে যেন খুঁজেই পাওয়া যায়নি উরুগুয়েকে।

দুই গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধে ফিরে নিজের প্রথমার্ধের ধারেকাছেও খেলতে পারেনি উরুগুয়ে। উল্টো ৭১ মিনিটের সময় লাল কার্ড দেখেন কাভানি। যার ফলে দশজনের দলে পরিণত হয় উরুগুয়ে।

শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আর কোন দলই গোলের দেখা না পেলে উরুগুয়ের বিপক্ষে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এ জয়ে চার ম্যাচে পূর্ণাঙ্গ ১২ পয়েন্ট নিয়ে শীষে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এমআইআর/এডিবি