NAVIGATION MENU

এক কেন্দ্রের সব ভোট বাইডেনের


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের প্রথম প্রহরে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর একটিতে সব ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্থানীয় সময় প্রথম প্রহরে নিউ হ্যাম্পশায়ারের ডিক্সভিলে নচ গ্রামে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। খবর সিএনএন, এএফপি ও বিজনেস ইসাইডারের।

ডিক্সভিল নচ ১২ জন বাসিন্দার একটি ছোট্ট শহর।  এই কেন্দ্রে পাঁচটি ভোট পড়েছিল। পাঁচটি ভোটই ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন পেয়েছেন। 

এদিকে, কাছের মিসফিল্ড নামের একটি এলাকায় একটি কেন্দ্রে একইভাবে ২১টি ভোট পড়েছে। এ কেন্দ্রে ট্রাম্প পেয়েছেন ১৬ ভোট এবং বাইডেন পেয়েছেন ৫ ভোট। 

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনে ডিক্সভিল নচ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেও প্রেসিডেন্ট হতে পারেননি। রাজ্যের ইলেকটোরাল ভোটে জয় পান ট্রাম্প।

 এস এ/ওআ