ন্যাভিগেশন মেনু

এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়: মাশরাফি


করোনা মোকাবেলায় নিজেদের ভক্ত-সমর্থকদের সচেতন করার মাধ্যমে সারাদেশের মানুষের মাঝে নিরাপত্তা নির্দেশনা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারসহ অন্যান্য সেলিব্রিটিরা।

সোমবার (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে দুই লাইনের ছোট্ট ছড়ার ছলে এক বার্তা দিয়েছেন।

মাশরাফি লিখেছেন, ‘এখন যৌবন যার, বাসায় থাকার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবন যার, দেশকে বাঁচানোর তার শ্রেষ্ঠ সময়।’

এর আগে ফেসবুকের মাধ্যমেই করোনা থেকে নিরাপদ থাকতে বেশ কিছু নির্দেশনা দিয়েছিলেন মাশরাফি। যা অনুসরণ করলে প্রাণঘাতী এ করোনাভাইরাস থেকে অনেকাংশেই নিরাপদ থাকা সম্ভব।

এছাড়া জাতীয় দলের আরেক ক্রিকেটার মুশফিকুর রহিমও এক ভিডিওবার্তায় সকলকে অনুরোধ করেছেন সচেতন থাকতে এবং প্রবাসীদের অনুরোধ করেছেন কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য। একই রকমের সচেতনতামূলক কথা বলেছেন তামিম ইকবাল ও সাকিব আল হাসানও।

এমআইআর/এডিবি