ন্যাভিগেশন মেনু

এশিয়ান কাপ বাছাইয়ে সরাসরি খেলবে বাংলাদেশ ফুটবল দল


বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে এশিয়ান কাপ বাছাইয়ের প্লে অফ পর্ব খেলতে হচ্ছে না। সরাসরি এশিয়ান কাপের মূল বাছাইপর্বে খেলার সুযোগ পেয়ে গেলো জামাল ভূঁইয়ার দল।

সবশেষ ম্যাচে ওমানের কাছে ৩-০ গোলে হারার পর বাংলাদেশ শিবিরে হতাশা ছড়িয়ে পড়ে। এর মাঝেই আসে ভালো একটি খবর। এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সরাসরি খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। গ্রুপে পঞ্চম অবস্থানে থেকেও এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে সরাসরি খেলার সুযোগ মিলে গেছে বাংলাদেশের।

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে এখন ৩৯ দল রয়েছে। যেখানে ৩৫ নম্বর দল হিসেবে বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ফলে নতুন করে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ তৈরি হলো বাংলাদেশ দলের।

দ্বিতীয় পর্ব থেকে বাংলাদেশ পেয়েছে ২ পয়েন্ট। বিশ্বকাপ ও এএফসি কাপ বাছাইপর্বে ১ থেকে ১৩ অবস্থানে থাকা দলগুলো সরাসরি খেলবে ২০২৩ এশিয়ান কাপে। এছাড়া ১৪ থেকে ৩৫ নম্বর দল সরাসরি অংশ নেবে এশিয়ান কাপের বাছাইয়ে।

এশিয়ান কাপ বাছাইপর্বে খেলবে ২৪টি দল। সরাসরি জায়গা করে নিয়েছে ২২টি দল। এই ২২ দলের একটি হলো বাংলাদেশ। এছাড়া ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, চাইনিজ তাইপে ও গুয়াম এই চার দেশকে প্লেঅফে অংশ নিতে হবে। এখান থেকে জয়ী দুটি দল যোগ দেবে বাছাইপর্বে।

সবমিলিয়ে ২৪টি দলের অংশগ্রহণে হবে এশিয়ান কাপের বাছাইপর্ব। প্রতি গ্রুপে চারটি দল ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে অংশ নেবে।

এর আগে বাংলাদেশ ১৯৮০ সালে কুয়েতে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব খেলেছিল। এরপর আর কখনো মূল পর্বে খেলতে পারেনি লাল-সবুজের জার্সিধারীরা।

সিবি/এডিবি/