ন্যাভিগেশন মেনু

ওয়াং ই’র সঙ্গে চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ


চীনের রাষ্ট্রীয় কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে শুক্রবার সাক্ষাৎ করেছেন চীনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত। এ সময় বিদায়ী এ রুশ রাষ্ট্রদূতের চীনে কাজের উচ্চ মূল্যায়ন করেছেন ওয়াং ই। 

তিনি বলেন, “আপনি চীনা মানুষের ভাল, পুরাতন ও আসল বন্ধু। চীনে থাকার ১০ বছরে আপনি চীন-রাশিয়া নানা ক্ষেত্রে সহযোগিতা, দুদেশের মানুষের মৈত্রী ও পারস্পরিক আস্থা জোরদারে অনেক কাজ করেছেন এবং দ্বিপক্ষীয় বৈধ ও আইনগত অধিকার ও স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক ন্যায্যতা এবং ন্যায়বিচার রক্ষায় বড় অবদান রেখেছেন।” 

তিনি বলেন, “প্রেসিডেন্ট সি চিন পিং ও প্রেসিডেন্ট পুতিনের কৌশলগত নেতৃত্বে চীন-রাশিয়া সার্বিক কৌশলগত সহযোগিতা এগিয়ে যাচ্ছে এবং দুদেশের সম্পর্কের জনমত ও সামাজিক ভিত্তি শক্তিশালী হয়েছে। এতে আপনার বড় অবদান রয়েছে এবং চীন তার প্রশংসা করে। আশা করা যায়, আপনি চীন-রাশিয়া সম্পর্কের উন্নয়নে নতুন অবদান রাখবেন।”

ওয়াং ই আরও বলেন, আন্তর্জাতিক সম্পর্ক গভীরভাবে পরিবর্তন হচ্ছে। এমন প্রেক্ষাপটে চীন ও রাশিয়া অনুভব করছে যে, সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব ও পারস্পরিক কল্যাণ ও সুবিধার ফলাফল অত্যাবশ্যক। 

তিনি আরও বলেন, দু’দেশ বুঝতে পারছে যে, দ্বিপাক্ষিক সম্পর্ক কোনও জোট নয়, কোনো দ্বন্দ্ব নয়, তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধেও নয় যা এক মূল্যবান অভিজ্ঞতা। চীন ও রাশিয়া বড় দুটি দেশ হিসেবে একে অপরের পাশে থেকে তাদের সহযোগিতা জোরদার এবং ব্যাক টু ব্যাক সমর্থন করা খুব তাৎপর্যপূর্ণ।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও রাশিয়ার সম্পর্ক আন্তর্জাতিক পরিবর্তনশীল পরিস্থিতির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং সবসময় প্রাণবন্ত রয়েছে। দু’দেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে চীন আশাবাদী এবং বিশ্বাস করে যে দু’দেশের নেতাদের নেতৃত্বে এ সম্পর্ক আরও উচ্চ মানে উন্নত হবে, যা দুদেশের মূল স্বার্থ রক্ষায় দৃঢ় নিশ্চয়তা দেবে এবং দু’দেশের নিজ নিজের উন্নয়ন ও পুনরুদ্ধারে নতুন অবদান রাখবে। (সূত্র: সিএমজি)