ন্যাভিগেশন মেনু

করোনায় একদিনে ৯১ জনের মৃত্যু, শনাক্ত ৪৫৫৯


করোনাভাইরাস আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৯১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০ হাজার ৫৮৮ জনে পৌঁছেছে। গত চারদিন পর মৃতের সংখ্যা একশ'র নিচে নামলো।

একই সময়ে করোনা শনাক্ত হয়েছে আরও চার হাজার ৫৫৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত হিসেবে সনাক্তের সংখ্যা সাত লাখ ২৭ হাজার ৭৮০ জনে পৌঁছেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ২৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ২৭৫টি।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে ঢাকা বিভাগেরই ৬০ জন, চট্টগ্রামে ১৭ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, বরিশালে ৪ জন এবং রংপুরে ২ জন। এদের মধ্যে ৫৮ জন পুরুষ এবং ৩৭ জন নারী।

এডিবি/