ন্যাভিগেশন মেনু

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিতে পরিবর্তন করা যাবে কেন্দ্র


করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে। তবে কেন্দ্র পরিবর্তন করা গেলেও দ্বিতীয় ডোজ নিতে হবে সরকার নির্ধারিত কেন্দ্রে।

বুধবার (২৮ এপ্রিল) কোভিড-১৯ ভ্যাকসিন ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্যসচিব শামসুল হক স্বাক্ষরিত একটি চিঠিতে কেন্দ্র পরিবর্তনের কথা জানিয়ে এই চিঠি স্বাস্থ্য বিভাগের সব পরিচালক, দেশের সব সিভিল সার্জন, সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, সব জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন কারণে টিকার প্রথম ডোজ গ্রহণকারীর পক্ষে একই কেন্দ্রে দ্বিতীয় ডোজ নেওয়া সম্ভব হচ্ছে না। তাই কেন্দ্র পরিবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।

দ্বিতীয় ডোজ টিকার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কেন্দ্র পরিবর্তনকারী ব্যক্তিদের টিকা নিতে হবে পাঁচটি হাসপাতালে। সেগুলো হলো - কুয়েত মৈত্রী হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল।

এছাড়া কোনো বিভাগে অবস্থানকারী ব্যক্তি ওই একই বিভাগের নিকটবর্তী বিভাগীয় মেডিক্যাল কলেজ হাসপাতালে টিকা নিতে পারবেন। জেলার ক্ষেত্রে নিকটবর্তী জেলা হাসপাতালে এবং উপজেলার ক্ষেত্রে নিকটবর্তী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবেন।

এডিবি/