ন্যাভিগেশন মেনু

মোদিকে ‘লিজন অফ মেরিট’ সম্মানে ভূষিত করলেন ট্রাম্প


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘লিজন অফ মেরিট’ সম্মানে ভূষিত করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দু’দেশের কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলা ও ভারতকে বিশ্বশক্তি হিসেবে তুলে ধরায় তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়ে এই সম্মান প্রদান করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ভারতীয় প্রধানমন্ত্রীর হয়ে পুরস্কারটি গ্রহণ করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সাঁধু। হোয়াইট হাউসে তার হাতে পুরস্কার তুলে দেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন।

ট্যুইটারে রবার্ট ও’ব্রায়েন লেখেন, ভারত-মার্কিন কৌশলগত পার্টনারশিপ বাড়িয়ে তোলার জন্যই এই সম্মান প্রদান।

আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল এই পুরস্কার গ্রহণের ব্যাপারটি জানিয়ে এক ট্যুইট বার্তায় লিখেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার জন্য রিজন অফ মেরিট পুরস্কারে সম্মানিত করলেন। নরেন্দ্র মোদিকে পুরস্কৃত করতে পারার এই মুহূর্ত আমাদের জন্য গৌরবের।

প্রসঙ্গত, লিজন অব মেরিট পুরস্কার সাধারণত দেওয়া হয় মার্কিন সেনা অফিসারদের। এছাড়া যুক্তরাষ্ট্রের জন্য ভালো কোনও কাজ করা ব্যক্তি অথবা অন্য দেশের কোনও রাষ্ট্রনায়ক এই পুরস্কারের জন্য যোগ্য বলে বিবেচিত হন।

এস এ /এডিবি