ন্যাভিগেশন মেনু

নির্বাচন স্থগিত করেছে বাফুফে


প্রাণঘাতী করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব বিবেচনায় রেখে বহুল আলোচিত নির্বাচন স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নির্বাচনকে সামনে রেখে অনলাইনে বৈঠক করেন নির্বাহী কমিটির সদস্যরা। এই অনলাইন বৈঠকে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সিদ্ধান্ত অনুযায়ি আগামী ২০ এপ্রিল নির্বাচন হচ্ছে না। করোনা পরিস্থিতির উন্নতির সাপেক্ষে নির্বাচনের পরবর্তী সময় নির্ধারণ করা হবে বলে জানায় বাফুফে।

প্রাথমিকভাবে আগামী ২০ এপ্রিল সামনে রেখে কয়েকমাস আগে থেকেই নির্বাচনের কমিশন গঠন, ভোটার তালিকা তৈরির নির্দেশনা প্রদান করার কার্যক্রম সেরে ফেলে ফেডারেশন। এর মাঝে করোনা মহামারিকে বিবেচনায় রেখে বাফুফের দুই সহ-সভাপতি নির্বাচন পেছানো প্রসঙ্গে চিঠি লিখেন বাফুফে সভাপতি বরাবর।

এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘করোনাভাইরাসে দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের দেওয়া নির্দেশনা অনুযায়ি সবকিছু বিবেচনায় রেখে ২০ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়েছে।'

ওয়াই এ/এডিবি

সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আজকের বাংলাদেশ পোস্ট