করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তদের পাশে দাঁড়ালেন টেনিস তারকা রজার ফেদেরার দম্পতি।
সুইজারল্যান্ডে করোনাভাইরাস আক্রান্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য সাহায্যের জন্য এক মিলিয়ন সুইস ফ্রাঙ্ক দান করলেন যা বাংলাদেশি টাকার প্রায় সাড়ে ৮ কোটি টাকারও বেশি।
রজার ফেদেরার ট্যুইটে লিখেন, 'এটা সবার জন্য চ্যালেঞ্জের সময় এবং কেউ পিছিয়ে থাকবেন না। মিরকা এবং আমি ব্যাক্তিগতভাবে সিদ্ধান্ত নিই এক মিলিয়ন সুইস ফ্র্যাঙ্ক দান করার।‘
এই টেনিস তারকা আরও লিখেন, ‘আমাদের এটা শুধু শুরু ছিল। আশাকরি অন্যরাও এগিয়ে এসে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াবেন। সকলে মিলে আমরা এই পরিস্থিতির মোকাবিলা করবো। সুস্থ থাকুন।'
বৈশ্বিক পরিস্থিতি মোকাবিলায় এই কঠিন পরিস্থিতিতে কেউ যেন পিছিয়ে না থাকে, এই জুটি সবাইকে সাহায্যের জন্য এগিয়ে আসার আহ্বান জানান।
ওয়াই এ/এডিবি