ন্যাভিগেশন মেনু

করোনার টিকা রবি শাস্ত্রী


ভারতীয় দলের ক্রিকেটারদের মধ্যে প্রথম করোনার টিকা নিলেন টিম ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রী৷ 

মঙ্গলবার (২ মার্চ) ভারতের সাবেক এই ক্রিকেটার টুইটে বলেন, ‘কোভিড -১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ পেলাম। চিকিত্‍সক বিজ্ঞানীদের ধন্যবাদ যারা মহামারীর বিরুদ্ধে ভারতীয় পতাকার মান উচ্চ করেছেন।’

সোমবার থেকে ভারতে দ্বিতীয় পর্যায়ের টিকাদান অভিযান শুরু হয়েছে, যার পরিধি বাড়িয়ে প্রবীণ নাগরিকদের (৬০ বছরের বেশি বয়সী) এবং গুরুতর অসুস্থতায় ভুগছেন ৪৫ বছরের বেশি বয়সীদের ভ্যাকসিন ডোজ দেওয়া হচ্ছে।

শাস্ত্রী লিখেছেন, ‘আমি আহমেদাবাদের অ্যাপোলো হাসপাতালে কোভিড -১৯ ভ্যাকসিন চলাকালীন কান্তাবেন এবং তার দল যে পেশাদারিত্ব দেখিয়েছি তাতে আমি গভীরভাবে মুগ্ধ।’

তবে ভারতীয় দলের অন্য কোনও সদস্য ভ্যাকসিন পেয়েছেন কিনা তা এখনও জানা যায়নি। আগামী ৪ মার্চ থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম দুটি ম্যাচ চেন্নাই এবং তৃতীয় ম্যাচটি আহমেদাবাদে খেলা হয়েছিল। সিরিজের শেষ ম্যাচটিও আহমেদাবাদে খেলতে হবে।

ওআ/