ন্যাভিগেশন মেনু

করোনার ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে চিনের অর্থনীতি


করোনাভাইরাসের অতিমারির কারণে চিনের অর্থনীতিতে যে প্রভাব পড়েছিলো তা কাটিয়ে উঠতে শুরু করেছে দেশটি। বছরের তৃতীয় প্রান্তিকে ৪ দশমিক ৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে করোনার আতুঁড়ঘর চিন।

সোমবার (১৯ অক্টোবর) এ তথ্য প্রকাশ করেছে বেইজিং। যদিও এর আগে ৫ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন দেশটির বিশেষজ্ঞরা।

সাম্প্রতিক সময়ে চিনের সরকারি হিসাব অনুযায়ী, দেশজুড়ে সব কলকারখানা এবং বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ থাকায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে। লকডাউনের প্রভাবে বছরের প্রথম প্রান্তিকে ৬ দশমিক ৮ শতাংশ সংকুচিত হয়েছিল চিনের অর্থনীতি। যা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে দেশটি। এখন ক্রমশ সমৃদ্ধ হচ্ছে দেশটির অর্থনীতি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অর্থনীতির এই দেশটি গত জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছে ৪.৯ শতাংশ। এদিকে জুলাই থেকে সেপ্টেম্বর মেয়াদে খুচরা বিক্রি বেড়েছে শূণ্য দশমিক ৯ শতাংশ।

এর আগে অর্থনৈতিক মন্দা চলাকালীন সময়ে অর্থনীতিবিদরা ধারণা দিয়েছিলেন যে, চিনের প্রবৃদ্ধি ৫.২ শতাংশের কম থাকতে পারে।

ডিসেম্বরে করোনাভাইরাসের প্রথমদিকে চিনকে বড় ধরনের ধাক্কা খেতে হয়েছে। কিন্তু কঠোরভাবে কয়েকমাসের প্রচেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনতে পেরেছে বেইজিং। আর তার ফলাফলও পাচ্ছে দেশটি।

ওয়াই এ/এডিবি