ন্যাভিগেশন মেনু

করোনার প্রভাব আইফোনের বাজারে


করোনাভাইরাসের প্রভাবে বাজারে চাহিদা কম থাকায় আইফোনের বিক্রি কমেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল।

অ্যাপলের পক্ষ থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানানো হয়, আইফোনের বিক্রি কমায় মার্চ মাসে অ্যাপল কাঙ্ক্ষিত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারবে না।

বিবৃতিতে জানানো হয়, চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে কর্মীদের নিরাপত্তার স্বার্থে দেশটিতে সব বিক্রয়কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। ভাইরাস আতঙ্কে এশিয়ার অন্যান্য দেশে পণ্য আমদানি-রপ্তানিতে সাবধানতা অবলম্বন করছে। এতে নানা জটিলতায় প্রায় সব প্রযুক্তি পণ্যের সরবরাহ কমেছে।

প্রত্যাশা অনুযায়ি রাজস্ব আদায় হচ্ছে না জানিয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা মার্চ প্রান্তিকে যে পরিমাণ রাজস্ব আদায়ের আশা করেছিলাম তা হচ্ছে না। আমরা স্বাভাবিক সময়ের তুলনায় কম রাজস্ব পাচ্ছি।’

অ্যাপলের আইফোন উৎপাদনের বড় অংশীদার চীন। গত ডিসেম্বর থেকে চীনের হুবেই প্রদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর সেখানকার সব কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রদেশটির বাইরে অ্যাপলের যেসব কারখানা রয়েছে তা ধীরে ধীরে খুলছে। আর কারখানা খুললেও কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হয়েছে। এতে করে প্রত্যাশামাফিক পণ্য উৎপাদন হচ্ছে না।

এই প্রথম কোনো মার্কিন কোম্পানির পক্ষ থেকে সরাসরি চীনে করোনাভাইরাস মহামারিতে আর্থিক ক্ষতির বিষয়টি স্বীকার করা হলো।


এডিবি/