ন্যাভিগেশন মেনু

করোনার প্রিয় কোন ব্লাড গ্রুপ, সতর্কতা নিন


অনেকেই আছেন যাঁরা এক বছরে নানা সময় নানা ভাবে প্রশ্নের সন্মুখীন হয়েছেন।কেননা তাদের অনেকেই দ্রুত করোনা সংক্রমিত হচ্ছেন। অনেকে আবার একটু সময় নিয়ে সংক্রমিত হচ্ছেন।

এই ভেদাভেদ কি শুধুই সতর্কতা, না কি এর পেছনে রয়েছে অন্য কোনও কারণ। এবার সিএসআইআর-এর গবেষণায় উঠে এলো নয়া তথ্য। রক্তের গ্রুপে দেখে এবার বোঝা যাবে কার সংক্রমণের হার ঠিক কতোটা।   

গবেষণায় দেখা গিয়েছে- দ্রুত করোনায় সংক্রমিত হচ্ছেন- বি ও এবি রক্তের গ্রুপের মধ্যে যারা পড়েছেন তারা। সম্প্রতি এই তথ্যই উঠে এলো সিএসআইআর-এর  গবেষণায়।

অপর দিকে যদি কারুর রক্তের গ্রপ হয়ে থাকে ও, তবে তাদের করোনায় সংক্রমণের মাত্রা সর্বাধিক কম।তবে করোনায় প্রতিটা পদে আক্রান্ত হচ্ছেন তারাও। 

স্বস্তির বিষয় এই এদের মধ্যে অনেকেই রয়েছেন যাঁরা উপসর্গ রয়েছেন, যাঁরা উপসর্গহীন বা মৃদ্যু উপসর্গ নিয়ে করোনার সঙ্গে যুদ্ধ চালাচ্ছেন। 

১০ হাজারের বেশি সংখ্যাক মানুষের রক্তের নমুনা সংগ্রহণ করে এই সমীক্ষা চালানো হয়। ১৪০ জন ডাক্তার মিলে...

এই সমীক্ষা চায়া। এবং তাঁদের মতে যাঁদের রক্তের গ্রুপ বি ও এবি, তাঁদের মেনে চলতে হবে বেশি সতর্কতা। কারণ তাঁদের সংক্রমণের হার সব থেকে বেশি। 

এস এস