ন্যাভিগেশন মেনু

করোনায় দরিদ্র মানুষের পাশে জাহানারা আলম


বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কভিড-১৯)।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। সরকারের পাশাপাশি এগিয়ে আসছেন জাতীয় দলের ক্রিকেটাররাও।

ইতোমধ্যে ২৭ জন ক্রিকেটার সম্মিলিতভাবে প্রায় ৩১ লাখ টাকা দান করেছেন সরকারি তহবিলে। নিজ নিজ উদ্যোগেও অসহায়, গরীবদের পাশে পাশে দাঁড়িয়েছেন অনেক ক্রিকেটার। এবার সে দলে যোগ দিলেন জাতীয় নারী দলের পেসার জাহানারা আলম।

নারী দলের এই পেসার মিরপুরে তার বর্তমান ঠিকানার আশাপাশের ৫০ পরিবারকে নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছে দিয়ে সাহায্য করার প্রস্তুতিও ইতোমধ্যে সেরে ফেলেছেন। দুই একদিনের মধ্যে শুরু হবে বিতরণের কাজ।

জাহানারা আলম বলেন, ‘আমি বর্তমানে মিরপুর-৬ নম্বরে আছি। এখানে অনেক গরীব ও খেটে খাওয়া পরিবারের বসবাস। আমি এরইমধ্যে অন্তত ৫০টি পরিবারের জন্য চাল, ডাল ও নিত্যপ্রয়োজনীয় পণ্য দিতে সব কিছু জোগাড় করেছি। আশাকরি, দুই-একদিনের মধ্যে খাবারগুলো তাদের বাড়িতে পৌঁছে দিতে পারবো।’

ওআ/এডিবি

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন