ন্যাভিগেশন মেনু

করোনায় বিশ্বে গত একদিনে ৭৬০৭ জনের মৃত্যু


বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে গত একদিনে মৃত্যুর হার অনেকটা কমেছে তবে বেড়েছে সংক্রমণ। এই ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ৬০৭ জনের এবং আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ৫ লাখ ১৪ হাজার ৬১৫ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৬ হাজার ৮৬৬ জন।

ধারাবাহিক ভাবে একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর দেশ ইন্দোনেশিয়ায় ৮৪২ জনের প্রাণহানি হয়েছেন। একইসময়ে দেশটিতে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯ হাজার ৬০৪ জন। তাছাড়া একদিনে রাশিয়ায় ৭৭৬ জন ও ইরানে ৬১০ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৩২ লাখ ৮০ হাজার ৮১০। এরমধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ১১৪ জন। ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছে ১৯ কোটি ৮ লাখ ১৫ হাজার ৫৫৫ জন।

মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল পৌনে ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ছয় লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি পাঁচ লাখ ৭০ হাজার ২২৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৪০৬ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৪ লাখ ৬০ হাজার ৩২৮ জন। এরমধ্যে মারা গেছেন চার লাখ ৩৫ হাজার ৫০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৬ লাখ ৯০ হাজার ৫৮৬ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ২৬৭ জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি পাঁচ লাখ ৮৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৪ হাজার ৯৪৪ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৭৯ হাজার ৯৪৭ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৭০ জন।

সংক্রমণের এ তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান ইতালি। সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ।

এস এ/এডিবি/