ন্যাভিগেশন মেনু

করোনা আক্রান্ত মাহমুদউল্লাহ


করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডারের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে যাওয়ার কথা ছিলো।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে করা করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসায় এখন আর সেখানে যাওয়া হচ্ছে না।

করোনা আক্রান্তের বিষয়টি মাহমুদউল্লাহ নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়ে বলেন, ‘কভিড-১৯ টেস্টের রেজাল্ট পজিটিভ হওয়ায় তিনি নিজেও অবাক।’

তিনি বলেন, ‘পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ার জন্যই কভিড-১৯ পরীক্ষা করানো হয় গত ৬ তারিখ। কভিড-১৯ টেস্টের রেজাল্ট পজিটিভ আসার পর নিশ্চিত হওয়ার জন্য পরেরদিন আবারও করালাম। এবারও পজিটিভ। এমনিতে কোনো সমস্যা নেই। দুইদিন আগে থেকে হালকা একটু ঠান্ডা লেগেছে, যেটা নরম্যালই হতে পারে। এ ছাড়া কোনো উপসর্গ নেই। আপাতত বাসায়ই আইসোলেশনে আছি।’

তিনি আরও বলেন, ‘পিএসএলে খেলা হচ্ছে না, হতাশাজনক তো বটেই। যথেষ্ট সাবধান ছিলাম। তবু কীভাবে হলো, জানি না। কিছু করার নেই। ভবিষ্যতে আবার সুযোগ আসবে, ইনশাআল্লাহ। এখন যাতে আমাদের টি-টোয়েন্টি টুর্নামেন্টটি খেলতে পারি, সেটাই আশা করছি।’

এদিকে সামনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট রয়েছে। দ্রুত সুস্থ হয়ে ঘরোয়া এই টুর্নামেন্টে খেলার জন্য তৈরি হতে হবে তারকা এ ক্রিকেটারকে।

ওয়াই এ /এডিবি