ন্যাভিগেশন মেনু

করোনা: এবার এগিয়ে এলেন প্রথম শ্রেণীর ৯১ ক্রিকেটার


করোনার সংক্রামন রোধে দেশের থমকে যাওয়া পরিস্থিতিতে অসহায় মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দেশের প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটার। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটারদের মতো তারাও তাদের মাসিক বেতনের অর্ধেক করোনা মোকাবিলায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব (ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) এর পক্ষ থেকে এ তথ্য  নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন, 'আমরা সকলেই অবগত যে, দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায় মানুষের সহায়তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বর্তমান ও সাবেক সকল ক্রিকেটার, ক্রিকেট সংগঠক ও শুভানুধ্যায়ীদের সহায়তা নিয়ে আর্থিক তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের চুক্তিবদ্ধ ৯১ প্রথম শ্রেণীর ক্রিকেটার তাদের মাসিক (এক মাস) বেতনের অর্ধেক কোয়াবের সহায়তা তহবিলে প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন।’

তিনি বলেন, ‘মহতী এই উদ্যেগটিতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন; নুরুল হাসান সোহান, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি ও এনামুল হক জুনিয়র। দেশের এই ক্রান্তিকালে প্রথম শ্রেণীর ক্রিকেটাররা যে মানবিকতা, দায়িত্ববোধ ও সচেতনতার পরিচয় দিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়।‘

এমআইআর/এডিবি