ন্যাভিগেশন মেনু

কর ফাঁকির মামলায় মোহাম্মদ হাফিজ


নানা নাটকিয়তার পর অবশেষে ইংল্যান্ড সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ইংল্যান্ডে আছেন পাকিস্তানের অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ হাফিজ। এরই মাঝে দেশে কর ফাঁকির মামলায় ফেঁসেছেন তিনি।

পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভেনিউ (এফবিআর) তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে। এ অভিযোগের ফলে সব মিলিয়ে ২৬ মিলিয়ন রুপি কর পরিশোধ করতে হবে হাফিজকে।

এরআগে ২০১৪ সালে এফবিআরে ৮৬ মিলিয়ন রুপির সম্পত্তির কোনো হিসাব দেননি হাফিজ। সম্প্রতি অপ্রদর্শিত সেই সম্পদের খোঁজ পেয়েছে সংস্থাটি। এ বিষয়ে জেরায় সন্তোষজনক কোনো উত্তর দিতে না পারায় হাফিজের ওপর বিপুল পরিমাণ কর ধার্য করা হয়েছে।

এমআইআর/ওআ