ন্যাভিগেশন মেনু

কলকাতায় কালীপূজা উদ্বোধন করে দেশে ফিরলেন সাকিব


কলকাতায় কালীপূজা উদ্বোধন করতে বৃহস্পতিবার ভারতে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। কাজ শেষ করে দেশে ফিরেছেন তিনি।

বাংলার সাবেক রাজধানী কলকাতায় যে কয়েকটা বড় কালী পূজার আয়োজন করা হয় তার মধ্যে সাকিবের উদ্বোধন করা মন্ডপটি অনেক নামকরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়িতে চাপিয়ে টাইগার অলরাউন্ডারকে মূল মন্ডপের দিকে নিয়ে যাওয়া হয়। অনুষ্ঠানে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান জাতীয় দলের সাবেক অধিনায়ক।

উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব বলেন, এ জায়গাটা আমার কাছে ঘরের মতোই মনে হয়। তাই আপনারা আমাকে ডাকলে আমি কখনো নিষেধ করি না। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমাকে সবসময় সমর্থন দিয়ে যাবেন। পাশাপাশি সবাই একসঙ্গে দুই বাংলার সম্পর্ক উন্নয়নে কাজ করবেন।

বৃহস্পতিবার রাতে কলকাতার কাঁকুড়গাছি এলাকার ‘আমরা সবাই ক্লাব’ আয়োজিত এ পূজার উদ্বোধনী অনুষ্ঠানে সাকিব ছাড়াও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং কলকাতার বাংলাদেশ হাইকমিশনের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/