ন্যাভিগেশন মেনু

কিংবদন্তি ফুটবলার পেলে আইসিইউতে


ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলেকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রাখা হয়েছে।

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন পেলে। গত শনিবার পেলের কোলনে টিউমার ধরা পড়ে। সেটি অস্ত্রোপচার করে ফেলে দেওয়া হয়েছে। এরপর পেলেকে রাখা হয়েছে আইসিইউতে। 

গত ৩১ আগস্ট থেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পেলে। রুটিন টেস্টে তার শরীরে ধরা পড়ে টিউমার। সেটা ক্যানসার কিনা- জানা যায়নি।

গত কয়েক বছর ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। ২০১৫ সালে ছয় মাসের মধ্যে দুবার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর প্রোস্টেটের অস্ত্রোপচার করান। ২০১৯ সালে মূত্রতন্ত্রের সংক্রমণের কারণে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল ব্রাজিলিয়ান কিংবদন্তিকে।

ব্রাজিলের জার্সি গায়ে ৭৭ গোল রয়েছে পেলের। দীর্ঘ ৫০ বছর দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ গোলের কীর্তিটা নিজের দখলেই রেখেছিলেন তিনি। যদিও শুক্রবার তার রেকর্ডটি নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বর্তমানে তার গোল সংখ্যা ৭৯টি।

ওআ/