ন্যাভিগেশন মেনু

কিউইদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথম ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। প্রথমে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে দেন টাইগার বোলাররা। এরপর ব্যাট হাতে মাত্র তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ জিতে নেয় ৭ উইকেটের বড় ব্যবধানে।

এ ম্যাচে বাংলাদেশের স্কোয়ার্ডে কোন পরিবর্তন না আসলেও সফরকারীদের শিবিরে থাকছে ২ পরিবর্তন অভিষেক হচ্ছে পেসার বেন সিয়ার্সের। সঙ্গে হামিশ ব্যানেটকে ফিরিয়েছে তারা।

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড একাদশ: রাচিন রবীন্দ্র, টম ব্লান্ডেল, উইল ইয়াং, কলিন ডি গ্র্যান্ডহোম, টম লাথাম, হেনরি নিকোলস, কোল ম্যাককঞ্চি, ডগ ব্রেসওয়েল, এজাজ প্যাটেল, বেন সিয়ার্স ও হামিশ ব্যানেট

এমআইআর/এডিবি/