ন্যাভিগেশন মেনু

কোপা আমেরিকা আয়োজনের জট কাটলো


কোপা আমেরিকার ৪৭তম আসরে আয়োজন নিয়ে স্বস্তির নিশ্বাস ফেললো দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেন (কনমেবল)। এই আসরের আয়োজন ঘিরে একের পর এক বাধা অতিক্রম করে অবশেষে ধীরে ধীরে স্বস্তির পথে কনমেবল। শুরুতে আপত্তি সত্ত্বেও দেশে মেগা টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দিয়েছে ব্রাজিলের সুপ্রিম কোর্ট। 

করোনা মহামারির জন্য গতবছর থেকে পিছিয়ে এ বছর কোপা আমেরিকা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু প্রথম থেকেই নানা সমস্যার সম্মুখীন হতে হয় কনমেবলকে।

এই ফুটবল আসরটি যুগ্মভাবে আয়োজনের কথা ছিল কলম্বিয়া এবং আর্জেন্টিনার। তবে করোনার প্রদুর্ভাব বেড়ে যাওয়ায় প্রথমে কলম্বিয়া ও পরে আর্জেন্টিনা এই আয়োজন থেকে সরিয়ে ব্রাজিলকে আবারও কোপা আয়োজনের দায়িত্ব দেওয়া হয়। তবে করোনায় ব্রাজিলে অত্যধিক মানুষের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে দেশে কোপা আয়োজন হলে করোনা পরিস্থিতির অবনতি ঘটবে বলেই উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।

প্রথমে টুর্নামেন্টে খেলতে ব্রাজিল দলে আপত্তি থাকলেও অবশেষে কোপায় অংশগ্রহণ করতে রাজি হন নেইমাররা। এবার ব্রাজিলের সুপ্রিম কোর্টও টুর্নামেন্ট আয়োজনের ছাড়পত্র দিয়েছে।

এক ভার্চুয়াল সেশনে ১১জন বিচারপতির বেশিরভাগই কোপা আয়োজনের পক্ষেই নিজেদের মতামত দেন। তবে পাশাপাশি করোনা অতিমারি রুখতে অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা নিতেও আদেশ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে।

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট জায়ের বলসনারো। নিরাপদেই কোপার আয়োজন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। তবে পরিস্থিতির কথা মাথায় রেখে ফাঁকা মাঠে দর্শকদের অনুপস্থিতিতেই টুর্নামেন্ট হবে। এমনকী ঐতিহাসিক মারাকানায় ফাইনালও উপস্থিত থাকতে পারবেন না কোনো দর্শক।

আগামী ১৪ জুন ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের টুর্নামেন্ট।

এডিবি/